ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পত্রিকার আগে অনলাইনে ‘ডিকে নিউজ’

আরটিভি নিউজ

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ০৭:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো ‘ডিকে নিউজ’র অনলাইন যাত্রা। পত্রিকা হিসেবে প্রকাশের আগে অনলাইন ভার্সন দিয়ে ভালো অবস্থান তৈরি করতে চান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা বনশ্রী অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফেতে পত্রিকাটির লোগো উন্মোচন ও নাম ঘোষণা করা হয়।

পত্রিকাটির প্রকাশক মো. সাকিবুর রহমান চৌধুরী এবং সম্পাদক আবু রায়হান অর্নব। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহাবুদ্দিন সিকদার, ড. কামরুল হাসান, ব্যারিস্টার সাইফুর রহমান, খাদিজা বেগম কান্তা।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল রানা, সাংস্কৃতিক উপদেষ্টা শোয়েব হোসেন, মানবসম্পদ বিভাগে মোসারফ হোসাইন খান শাওন, বার্তা সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এইচ আর এ আরিফুজ্জামান জিকো, নিবন্ধে ফারজানা লাইজু, সহবার্তা সম্পাদক মাহমুদা ফেরদৌস মুন, বিনোদনে ইব্রাহিম আদাম মিশু, সহসম্পাদক হিসেবে রওনক হোসাইন এবং ডিরেক্টরে রয়েছেন নুর নাহার লিজা। 

দল ও মতের ঊর্ধ্বে থেকে সত্যনিষ্ঠ ও বস্তুনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রকাশক সাকিব চৌধুরী। এ জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সমাজকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |