বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জন্মদিনের আগের রাতে সোমবার মামুনের এ অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার আত্মীয়-স্বজন ও পরিচিতজন।
জানা গেছে, সোমবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নড়াইলের ছেলে মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাস করেন। শিক্ষার্থী থাকাকালীন সময়ে তিনি ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনের শুরুতে কাজ করেছিলেন বাংলাভিশন, এশিয়ান টেলিভিশনে।
তারপর মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদীন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন। মামুনুর রশীদের এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা।
কেএইচ/ জেএইচ