৪ দেশে মাইক্রোসফটের এমডি সোনিয়া বশির কবির

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ , ০৫:৩৯ পিএম


৪ দেশে মাইক্রোসফটের এমডি সোনিয়া বশির কবির

আরো তিন দেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোনিয়া বশির কবির। নেপাল, ভুটান ও লাওস শাখারও দায়িত্ব পালন করবেন তিনি। 

বিজ্ঞাপন

আজ শনিবার মাইক্রোসফট বাংলাদেশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই চার দেশে মাইক্রোসফটের ‘ডিজিটাল ট্রান্সফরমেশনের’ লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন সোনিয়া। এছাড়া দায়িত্ব পালনকালে সরকারি, বেসরকারি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আসন্ন প্রযুক্তি বিপ্লব সংক্রান্ত অবকাঠামো ভিত্তিক কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

মাইক্রোসফটের পাশাপাশি জাতিসংঘের আওতাভুক্ত টেকনোলজি ব্যাংক ফর ডেভেলপড কান্ট্রির (এলডিসিএস) গভর্নিং কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সপ্তাহে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সংক্রান্ত সেরা দশ পথিকৃতের একজন হিসেবে সোনিয়া বশির কবিরকে স্বীকৃতি দিয়েছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট।

এছাড়া ২০১৬ সালে মাইক্রোসফট ফাউন্ডারস অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

ডিজিটাল ট্রান্সফরমেশনের মূল লক্ষ্য হলো লোকবল, তথ্য ও পদ্ধতিকে একত্রীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য মান উন্নয়ন ও ডিজিটাল জগতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা।

বিজ্ঞাপন

এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission