নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ ঘটনা নিয়ে সরকারের বেশ কিছু বক্তব্য শোনা গেছে, যে বক্তব্যগুলো বিভ্রান্তিকর। বেআইনিভাবে সরকারি জায়গার ওপর গ্যাসলাইনের ওপর মসজিদ করা হয়েছে, এটা এখন বিবেচ্য বিষয় নয়। এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে, বিস্ফোরণ ঘটল কীভাবে? এই বিস্ফোরণের প্রকৃতিটা কী, তার চরিত্রটা কী?
এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা কি শুধু বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, এসির জন্য, নাকি আপনার ইচ্ছাকৃত কোনো সাবোটাজ এখানে করা হয়েছে বা নাশকতামূলক কাজ হয়েছে কি না, এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না।
তিনি বলেন, আমরা মনে করি, এই ব্যাপারে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে অবিলম্বে তদন্ত কমিটি করা দরকার। এটার সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির বিধান করার দরকার।
এসজে