• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সরকারের টিউব খোলার লোক নেই: গয়েশ্বর

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২০, ১৬:৪৩
BNP, politics, Gayeshwar
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিশ্বজুড়ে করোনা মহামারীর সময়ে দেশের স্বাস্থ্যখাতের অবস্থা নাজুক। পরিকল্পিতভাবে কোনো উদ্যোগ নিতে পারছে না। ফলে প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ভোটবিহীন সরকার এখন মুহূর্ষু অবস্থায় ভেন্টিলেশনের রয়েছে। ভেন্টিলেশনের যে একটা পাইপ থাকে, সেই টিউবটা খোলার লোক নেই। এটা খুললে কিন্তু যারা লাইফ সাপোর্টে থাকে, সাথে সাথে তার মৃত্যু ঘোষণা হয়। বর্তমান সরকারের অবস্থা লাইফ সাপোর্টে। এই লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব জনগণকে নিতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা, রাজনীতি সব কিছু বিশ্লেষণ করলে কখনো কোনো জ্যোতির্বিদের কাছে যেতে হয় না। রাজনীতি যারা করে তারা দূরে দেখে, সামনে দেখুক বা না দেখুক। যে রাজনীতিবিদ দূরে দেখে না, তার কোনো ভবিষ্যৎ নেই। আমাদের কাছে রোগ নির্ণয় করা আছে, আমরা বুঝতে পারছি কিন্তু ওষুধটা দিতে পারছি না।

গয়েশ্বর বলেন, আমি আশা করবো ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে আমাদের মূল লক্ষ্য হবে জনগণকে মুক্তি দেয়া। স্বাধীনতার চেতনার গণতান্ত্রিক যে রাষ্ট্র, সে রাষ্ট্রটি যদি আমরা ফেরত আনতে পারি, তাহলে জনগণ আমাদের পুরস্কৃত করবে। তার চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কিছু থাকতে পারে না।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল