ছাত্রদলের ১৩ জন নেতাকে গ্রেপ্তার করে তাদের পাঁচ নদিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুনঃ ৩০ ফুট উঁচু খেজুরগাছে উঠে নামাজ আদায়
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে গেলো পরশুদিন সন্ধ্যার পর ঢাবি ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে আইন শৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে দীর্ঘ সময় অস্বীকার করেছে শুধুমাত্র তাদের ওপর শারীরিক নির্যাতন করার জন্য।
বিএনপির এই নেতা বলেন, গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের উদ্দেশে পুলিশ ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার তিন ভাই জুয়েল, সোহেল ও সুমনকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে।
আরও পড়ুনঃ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিলেন খালেদা জিয়া
তিনি আরও বলেন, লেখক মুশতাক আহমেদ সরকারি হেফাজতে তিনি অবিলম্বে গ্রেপ্তার ছাত্রদল নেতাদের রিমান্ড বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। সজীব রায়হানের ভাই জুয়েল, সোহেল, সুমন যাদের রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই তাদেরও নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
জেবি