ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘বেকারত্ব নিয়ে তামাশা করা হচ্ছে’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ , ১০:১৭ পিএম


loading/img
বেকারত্ব: ফাইল ছবি

দেশে করোনা মহামারির অজুহাতে চাকরিজীবীদের বেতন অর্ধেক কমিয়ে আনা হয়েছে। আবার বেকারত্ব নিয়েও তামাশা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, করোনা সময়ে উচ্চ শিক্ষিত যুবকেরা নিজ উদ্যোগে কাজ করে বেঁচে থাকতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে। নিজের উপার্জনের মাধ্যম মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার মতো প্রতিবাদ আমাদের বিবেককে আহত করেছে।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়িয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ ও অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |