ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

‘দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র’

আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৩:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। 

বিজ্ঞাপন

রোববার (৩১ অক্টোবর) রাজধানীতে একটি কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন ধরে যারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাতদিন ষড়যন্ত্র করছে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ, সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |