ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ভাঙচুর মামলায় জামায়াত নেতা শাহজাহানসহ ১৮ জনের বিচার শুরু 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ , ১০:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতি ইউনিয়নে বৌদ্ধ বিহার ভাঙচুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের শীর্ষ জামায়াতে নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। 

এদিন অভিযোগ গঠনের শুনানিতে জামায়াতের দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী আদালতে হাজির ছিলেন। শাহজাহানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ১৮ জন আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছে। এই মামলায় শাহজাহান চৌধুরী জামিনে রয়েছে।  

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সাতকানিয়া থানার চরতি ইউনিয়নে বৌদ্ধ বিহার ভাঙচুর ঘটনায় সাতকানিয়া থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে চট্টগ্রামের শীর্ষ জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এ মামলায় শাহজাহান চৌধুরীসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ছিলেন। ২০১০ সালের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য সাঈদীর ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির রায়ের পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সীতাকুণ্ডসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সহিংস তাণ্ডব শুরু করে জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা। 

বিজ্ঞাপন

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |