ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ফেসবুকে এমপিকে কটূক্তি, আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:১৮ পিএম


loading/img
আলম খান

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম ও আওয়ামী লীগের গঠনতন্ত্রবিরোধী বিভিন্ন সময়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতার নাম আলম খান (৫০)। তিনি উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। 
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আলম খান (৫০) কানসোনা গ্রামের আবদুস সালাম খানের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করেছিলেন আলম খান। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার বিকেলে সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |