ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ গণতান্ত্রিক-নির্বাচনের দল : শিক্ষামন্ত্রী 

আরটিভি নিউজ

বুধবার, ১১ মে ২০২২ , ০১:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বিজ্ঞাপন

বুধবার (১১ মে) সকালে আশুলিয়ায় আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আওয়ামী লীগ নির্বাচন ছাড়া অন্য প্রক্রিয়ায় দেশ পরিচালনায় আসিনি মন্তব্য করে দীপু মনি বলেন, আমরা সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হবে, এটাই সবার প্রত্যাশা। বিএনপি গত নির্বাচনেও অংশ নিয়েছিল। তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।

বিজ্ঞাপন

করোনায় শিক্ষা খাতের ঘটতি পূরণে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান অর্জনে আমাদের যে প্রচেষ্টা ছিল, সেই মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই কর্মশালার মূললক্ষ্যই হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। আমাদের সবগুলো সংস্থা একসঙ্গে কাজ করছি।  

অষ্টম শ্রেণিতে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি’র অতিরিক্ত কেউ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |