সুচিকিৎসা ও শিক্ষাব্যবস্থা না থাকলে পদ্মা সেতু দিয়ে জনগণ কী করবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
দেশের মানুষের পেটে যখন ক্ষুধার যন্ত্রণা তখন ওই পদ্মা সেতুর ঝলমলে আলো জনগণের কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার এত টাকার বাজেট দিয়েছে অথচ স্বাস্থ্য খাতে বাজেট আগের মতো। স্বাস্থ্য খাতে বরাদ্দ না দিয়ে পদ্মা সেতু বানালে কী দেশের বেকারত্ব কমবে? এতেই বোঝা যায়, আপনি (শেখ হাসিনা) জনগণের সরকার নন, রাতের সরকার।
কুমিল্লা নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি আগেই এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের বিষয়গুলো আবারও প্রমাণিত। বিভিন্ন বুথে পাতলা কাপড় দেওয়া হয়েছে যাতে বাহির থেকে দেখা যায় কে কোথায় ভোট দিল। নৌকায় ভোট না দিলে বাইরে এসে হুমকি দিবে। বুঝাই যাচ্ছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে?