ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ‘প্রতীকী জুতা নিক্ষেপ’ কর্মসূচি

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ১১:২৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতীকী জুতা নিক্ষেপ এবং বিক্ষোভ সমাবেশ করেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এ কর্মসূচি করা হয়।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাস্তা ধরে এগিয়ে চলছে মন্ত্রী-এমপি-সচিব-জনপ্রতিনিধি আমলারা। তাদের ইন্ধনেই দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্র চলছে। এরা দেশের কল্যাণ নয়। দেশের মানুষের কল্যাণ নয়। নিজেদের কল্যাণের জন্য পদ্মা সেতু থেকে শুরু সকল রকম উন্নয়ন প্রকল্পের গল্প তৈরি করছে। কারণ এরা কেউই দেশের কথা ভাবে না, ভাবে বিদেশে থাকা ছেলে-মেয়ে-নাতি-পুতিদের কথা। তারা ভাবে আমজনতার রক্তচোষার মধ্য দিয়ে আর্থিকভাবে বাংলাদেশকে পঙ্গু করার কথা। এখনই সময় সকল পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বাধীনতা বিরোধী, ধর্ম বিরোধী, দুর্নীতিবাজদেরকে রুখে দেওয়ার।

বিজ্ঞাপন

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, মন্ত্রী-এমপি-সচিবদের অপরাধ-দুর্নীতির কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। তারা যদি দুর্নীতি থেকে সরে আসে, ভালো থাকবে বাংলাদেশ। আর তারা যদি অপরাধ-দুর্নীতি থেকে সরে না আসে, সোচ্চার হবে বাংলাদেশের মানুষ। শ্রীলঙ্কার চেয়েও ভয়ংকর পরিস্থিতিতে তারা পরবে। যারা রাজনীতিকে পূঁজি করে দুর্নীতির রাম রাজত্ব বানাচ্ছে, যারা প্রশাসনকে ব্যবহার করে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, তাদেরকে ছাত্র-যুব-জনতা প্রতিহত করবে বলে হুশিয়ার করে দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, দলটির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের নেতা আবুল হোসেন, হুমায়ুন কবির জীবনসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |