মানুষ এখন আর আমাদের বক্তব্য শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, দেশের যে অবস্থা, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের বক্তব্য বোধহয় কেউ আর শুনতে চায় না। সবাই দেখতে চায় অ্যাকশন। সুতরাং, সেই আগের কথায় ফিরে যান, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
তিনি বলেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই বলল, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে। অথচ, সিঙ্গাপুর বানাতে গিয়ে বাংলাদেশকে আজিমপুর বানিয়ে ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, আমাদের প্রয়োজন ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু আওয়ামী লীগ বলেছে, তারা নাকি ২৬ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। অথচ, এখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কুইক রেন্টালের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা এই টাকা বিদেশে পাচার হয়েছে।
গয়েশ্বর বলেন, দেশে গ্যাস দিতে পারে না। অথচ, প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি করে। মানুষ শুষ্ক মৌসুমে পানি পায় না। অথচ, ফেনী নদীর পানি তাদের (ভারত) খাবার জন্য দিতে হয়। বর্ষা মৌসুমে যখন তাদের পানি বাড়ে তখন তারা স্লুইস গেট খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারে। এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই পথ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো।