ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকারের লোভের কারণে বিদ্যুৎ-জ্বালানি খাত অন্ধকারে : ফখরুল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ০৫:৪৪ পিএম


loading/img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিল করেছে। শুধুমাত্র লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি ও সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেওয়া।

বিএনপি মহাসচিব বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া ৩১ জুলাই সব জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |