ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ০২:৩৮ পিএম


loading/img

হলের সিট দখল করাকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখসহ ১০ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়ার নিয়ন্ত্রিত শহীদ মুখতার ইলাহি হলে সাধারণ সম্পাদক নোবেল শেখের সমর্থকরা এক ছাত্রলীগ কর্মীকে জোর করে হলে উঠাতে  চায়। এসময় তুষার কিবরিয়ার সমর্থকরা তাতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

বিজ্ঞাপন

ওসি আরো জানান, ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এসময় ওই ছাত্রাবাসের অর্ধশতাধিক কক্ষের জানালা-দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ছবি তুলতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

জেবি/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |