ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘরে বসেই পাবেন চিকুনগুনিয়া রোগের তথ্য ও চিকিৎসা সেবা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ০৫:১৭ পিএম


loading/img

ঢাকাসহ সারাদেশে চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে রাজধানীতে এটি মহামারী আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকরা ঘরে বসেই চিকুনগুনিয়া রোগ সম্পর্কে তথ্য ও চিকিৎসা সেবা পাবেন।

চিকুনগুনিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ রোগ সম্পর্কে যেকোনো ধরনের তথ্য ও নাগরিক স্বাস্থ্য সেবার জন্য হেল্পলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকরা এখন থেকে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে চিকুনগুনিয়া সম্পর্কে যেকোনো তথ্য ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন। যেকোনো মোবাইল ফোন থেকে কল করে নাগরিকরা বাড়িতে বসে তথ্য ও সেবা পাবেন।

দক্ষিণ সিটির যেকোনো নাগরিক এই হেল্পলাইন নম্বরে ফোন করলে চিকুনগুনিয়া সম্পর্কে তথ্য পাবেন। এছাড়া সমস্যার কথা কেউ অপারেটরকে জানালে তার ঠিকানায় সেবা ও ওষুধ পৌঁছে দেয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে গেলো ১৭ জুলাই ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেছেন, তিন থেকে ৪ সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে। এজন্য তিনি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া চিকুনগুনিয়ার প্রভাব থেকে নগরবাসীকে মুক্তি দিতে এবং মশা নিধন করতে ডিএসসিসির সব কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের সরকারি ছুটি বাতিল করেন মেয়র।

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |