জামায়াতের পর এবার বিএনপিকেও পাশে চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে, তাহলে ওরা (আওয়ামী লীগ) জান বাঁচানোর রাস্তাও খুঁজে পাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নয়, আগে জান বাঁচানোর প্রস্তুতি নেন। পৃথিবীতে সব স্বৈরাচারের করুণ পরিণতি হয়েছে, এদেরও (আওয়ামী লীগ) হবে।
তিনি আরও বলেন, গত ১৩ বছরেই সব দুর্নীতি হয়েছে। সরকার মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছিল দুর্নীতি করার জন্য। আমাদের সবাইকে দেশটাকে রক্ষা করা উচিত। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নামতে হবে।
অনুষ্ঠানে অলি আহমদের পাশে বসেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।