ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রওশনের কমিটিতে নায়ক সোহেল রানা

আরটিভি নিউজ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ , ০৬:০৬ পিএম


loading/img
নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে নায়ক মাসুদ পারভেজ সোহেল রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোহেল রানাকে কিমিটির যুগ্ম আহ্বায়ক করে শনিবার (১৫ অক্টোবর) অন্তর্ভুক্তিপত্রে স্বাক্ষর করেন রওশন এরশাদ।

জনপ্রিয় এই অভিনতো এক সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

একই নির্দেশনায় আরও পাঁচজনকে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা হলেন- সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা (গাইবান্ধা) সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম (কক্সবাজার), সাবেক এমপি প্রার্থী ও জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মুহিবুল কাদের চৌধুরী পিন্টু (মৌলভীবাজার) ও জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক সাচ্চা (গাইবান্ধা) ও ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান।

এছাড়া পৃথক এক নির্দেশনায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ'র সুপারিশে সম্মেলন প্রস্তুত কমিটির কেন্দ্রীয় সদস্য ও পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরুকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বিজ্ঞাপন

এসব আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গাকে যুগ্ম-আহ্বায়ক করেন রওশন এরশাদ। ওই নির্দেশনায় আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |