ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উন্নত দেশ গঠন করে শেখ রাসেল হত্যার প্রতিশোধ নিতে হবে : বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ১৯ অক্টোবর ২০২২ , ১২:৪৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

শেখ রাসেল হত্যার প্রতিশোধ নিতে হবে বাংলাদেশকে আধুনিক উন্নত দেশ হিসেবে গঠন করে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেছেন।  

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবন অডিটরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে গেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ হতে দেয়নি পরাজিত শক্তি। এ হত্যা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা নয়, তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। শিশু রাসেলের কোন দোষ ছিল না, তারপরও তাকে হত্যা করা হয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ রাসেলের মধ্যে অনেক সম্ভাবনা ছিল। তারা সেই সম্ভাবনার বিকাশ হতে দেয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতাকে মেনে না নেওয়া। বঙ্গবন্ধুকে হত্যার কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ এবং আমাদের স্বাধীনতার স্লোগানকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করেছে।  

অনুষ্ঠানে শেখ রাসেলের জীবন নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |