ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বৈঠকে ডিএমপি কমিশনারকে যা বললেন আমান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ , ০১:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের যেন বাধা দিতে না পারে।

বিজ্ঞাপন

 মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সেই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। আমরা বলেছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিএমপি কমিশনারকে আমরা জানিয়েছি, আমাদের বেশ কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ হয়েছে। আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ হবে। 

তারা আমাদের জানিয়েছেন, আলোচনা করে বিস্তারিত আমাদের জানাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |