ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের যেন বাধা দিতে না পারে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সেই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। আমরা বলেছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে।
তিনি বলেন, ডিএমপি কমিশনারকে আমরা জানিয়েছি, আমাদের বেশ কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ হয়েছে। আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ হবে।
তারা আমাদের জানিয়েছেন, আলোচনা করে বিস্তারিত আমাদের জানাবেন।