ঢাকা

‘১০ ডিসেম্বরের সমাবেশের সিদ্ধান্ত নেবে স্থায়ী কমিটি’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ , ০৩:২৬ এএম


loading/img

স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ১০ ডিসেম্বর কোথায় গণসমাবেশ করব। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ১০ ডিসেম্বরের জন্য আমরা দুটি ভেন্যু দেখেছি। এখন স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আসলে আমরা কোথাও নিরাপদ নই। এজন্যই সিদ্ধান্ত নিতে পারছি না। 

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গণসমাবেশের সম্ভাব্য স্থান পরিদর্শনে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে যান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হাফিজ আক্তার, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় সমাবেশের স্থান নির্ধারণে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে দলটি সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যারয়ের সঙ্গে নতুন ভেন্যু হিসেবে কমলাপুরের নাম প্রস্তাব করে। তবে ডিএমপি তাদের প্রস্তাবে সাড়া না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে বাঙলা কলেজ মাঠের নাম প্রস্তাব করে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |