ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মুক্তি পেলেন সালাম ও এ্যানি

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৭:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম এবং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ জানুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।


উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় সালাম, এ্যানি, রিজভী, খায়রুল কবীর খোকনসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |