ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মোখায় ১০ লাখ মানুষের সহায়তায় প্রস্তুত সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১৩ মে ২০২৩ , ১১:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘূর্ণিঝড় মোখা ক্রমশই শক্তিশালী হচ্ছে। এটি যে এলাকা দিয়ে যাবে, আমাদের ইস্টিমেট (হিসাব) হলো সেখানে ১০ লাখ লোক বসবাস করেন। তাদের সবাইকে সচেতন করা হয়েছে। মোখা মোকাবিলায় যতখানি প্রস্তুতি দরকার, আমাদের সরকার, ত্রাণ মন্ত্রণালয়, পুলিশসহ সবাই প্রস্তুত। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁও মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।   

মন্ত্রী বলেন, যে ঘূর্ণিঝড়টি আসছে সেটা আমাদের কক্সবাজারের উপর দিয়ে দিক-পরিবর্তন করে মিয়ানমারের দিকে চলে যাবে। সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেন্টমার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে কী ধরনের ঝড় হতে পারে তার একটা পূর্বাভাস ওই এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মোখা মোকাবিলায় আমাদের অভিজ্ঞতা ও প্রস্তুতি আছে। পুলিশ সবসময়ই জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকে। এই ঝড়ের বিষয়েও উপকূলীয় অঞ্চলের পুলিশকে ওইভাবেই বলে দেওয়া হয়েছে। তারা যেন মানুষকে সহায়তা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |