নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ০৪:২৭ পিএম


নুরকে দেখতে হাসপাতালে ফখরুল
ছবি: সংগৃহীত

সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরকে দেখতে যান তিনি। 

এ সময় ছাত্রলীগের হামলায় আহত নুরের শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। হামলায় নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত ১১ জন নেতাকর্মী আহত হন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ঘটনার সঙ্গে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নুরের যে অবৈধ সম্পর্ক সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। তাই, নুরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। হামলায় ছাত্রলীগের কেউ জড়িত আছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission