২০০৫ সালের সিরিজ বোমা হামলা ও সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের সমর্থকদের ‘আস্ফালনের’ প্রতিবাদে পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে এই পদযাত্রা শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, উইকিলিকসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গোপন নথি ফাঁস হয়। সেখানে উল্লেখ করা আছে, তৎকালীন (বিএনপি শাসনামল) মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারবার্তা পাঠিয়েছিলেন। তার ভাষায়, একটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা। আর এই তিনটি বিষয় বাস্তবায়নেই সবচেয়ে বড় বাধা হচ্ছে তারেক রহমান। এ জন্য তারা তারেক রহমানকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানিয়েছিল।
তিনি বলেন, আরও অবাক করা ঘটনা। সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ছোট ভাই কুখ্যাত জঙ্গি-সন্ত্রাসী খামারু। তাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য র্যাব আটক করেছিল। কিন্তু সেসময় তাকে ছেড়ে দেওয়ার জন্য হাওয়া ভবন থেকে র্যাবের চিফকে ফোন করেছিলেন তারেক রহমান। এই ছিল বিএনপি-জামায়াতের আমলে আইনের শাসনের নমুনা।
ছাত্রলীগের এই পদযাত্রা ও সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।