ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

আরটিভি নিউজ

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

বিজ্ঞাপন

রোববার (১৭ সেপ্টেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনার নিকট এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

চিঠিতে বলা হয়, অতিসম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হক কর্তৃক তার বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো ও আওয়ামী লীগ ও নেতাদের উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল এবং লাইভ সম্প্রচারের ভিডিও চিত্র হাতে আসায় আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি। ফলে রোববার এক জরুরি সভায় আদম তমিজীকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সংশ্লিষ্ট প্রমাণাদি (ভিডিও চিত্র) প্রাপ্তি সাপেক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। অতএব, সভানেত্রী আমরা তাকে মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ ও প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন এবং আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ দল হিসেবে আখ্যা দেন। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |