ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার আগুন দিতে এলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে : কাদের

আরটিভি নিউজ

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:০৩ পিএম


loading/img
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপি এবার আগুন দিতে এলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে কৃষক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, রাজপথ দখল করার বিএনপির কোনো অধিকার নেই। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। এবার আগুন দিতে এলে তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। সুযোগ পেলেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তাদের হাতে ভোট, গণতন্ত্র এবং স্বাধীনতা নিরাপদ নয়। শিগগির বিএনপির রাজনীতি গোরস্তানে চলে যাবে। 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এই সরকারকে অবৈধ বলে থাকে। তাহলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে কেন বারবার আবেদন করে?

সরকারের উন্নয়ন তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ। বর্তমান সরকার মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু করেছে। 

বিজ্ঞাপন

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এই আলো নিভে যাবে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি একটি অবৈধ দল। দেশের মানুষ আর কখনও কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা নির্বাচনে বাধা দিলে রাজপথে প্রতিহত করা হবে।

সমাবেশে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |