বিএনপির রোডমার্চ

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে মওদুদ আহমদের স্ত্রীর গাড়িতে হামলা, আহত ১৫

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ১২:৪৩ পিএম


ওবায়দুল কাদেরের বাড়ির সামনে মওদুদ আহমদের স্ত্রীর গাড়িতে হামলা, আহত ১৫

ফেনীর মহিপালে বিএনপির রোডমার্চে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ। এতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত ও ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে হামলা হয়েছে বলে জানিয়েছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

হামলায় আহতরা হলেন- কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদল কর্মী মো. শুভ (১৯), সুন্দলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জাহেদুল হক শাহীন (১৮), রিয়াদ (২০), সাদ্দাম (২১), বাবু (১৯), শাওন (১৮), রকি (২০), সুজন (১৯), জিহাদ (১৭), উজ্জ্বলসহ (১৫) মোট ১৫ জন। এর মধ্যে আহত শুভ ও শাহীনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মওদুদ আহমদের স্ত্রী অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে যান। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ফেনীর রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে যাত্রা করেন তিনি। বহরটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল অতিক্রম করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রোডমার্চে যাচ্ছিলাম। কিন্তু সরকার দলীয় লোকজন আমাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। এতে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় ৪টি বাস, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল জানান, আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission