২০১৪ ও ১৮ সালের মতো দেশে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
আযম খান বলেন, এই সরকার নির্বাচনের আগে অন্তত একলাখ বিএনপি নেতাকর্মীকে গায়েবি, মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজা দিয়ে জেলে রেখে নির্বিঘ্নে আরেকটি নির্বাচন করার পরিকল্পনা করছে। কিন্তু ১৪ এবং ১৮ সালের মতো দেশে আর কোনো নির্বাচন দেশে হবে না, হতে দেওয়া হবে না।
তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার বিভিন্ন টালবাহানা করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে।
‘আমেরিকার মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে, পিটার হাসের কিছু করার নেই’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, এমন বক্তব্য নির্লজ্জ বেহায়াপনা ছাড়া কিছু নয়। বিদেশি প্রভুদের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকার বাসনা দেশের মানুষ আর হতে দেবে না।
আযম খান বলেন, রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছি। কিন্তু এই সরকার সেই স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারকে তলে তলে বিক্রি করে দিতে চায়। লজ্জা লাগে, তারা এখনও ক্ষমতায় আছে।
তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় বাহিনী থেকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। পুলিশ তো আমাদের ভাই, বন্ধু। তারা এ দেশের নাগরিক। আপনারা কেন জনগণের সেবক না হয়ে ফ্যাসিবাদের অনুগত হবেন? আপনারা গণতন্ত্রের একজন হয়ে যান।
সমাবেশে জাতীয়তাবাদী জনতা দলের সভাপতি মো. রায়হানুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম উজ্জ্বল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।