ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করছে সরকার : তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ , ০৬:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যারা আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

তথ্যমন্ত্রী বলেন, সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে যারা আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষকে হত্যা করেছে, কিন্তু জীবন্ত পোড়ায়নি। কিন্তু বিএনপি পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পাক হানাদারদের বিরুদ্ধে যেমন পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, আজ তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আগুন সন্ত্রাসীরা রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। রাষ্ট্রের তিনটি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তার বাড়িতে হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাসেস কমপ্লেক্সে, পুলিশ হাসপাতাল এবং সবাইকে অবাক করে দিয়ে এই আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে। এটি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের লোকজন কোনো দল করে না। তারপরও এখানে কেন হামলা চালানো হলো তা আমার বোধগম্য নয়।

তিনি আরও বলেন, বিএনপি মনে করেছিল তাদেরকে যারা একটু বাতাস দিচ্ছিল, তারা বাতাস দিতে দিতে দোলনায় চড়িয়ে শিশুদের মতো ফিডার খাইয়ে ক্ষমতায় চড়িয়ে দেবে। কিন্তু যারা সাউন্ড গ্রেনেডের আওয়াজেই পালিয়ে যায়, তাদেরকে কেউ আর বাতাস দেবে না।

হাছান মাহমুদ বলেন, ইসরাইলি বাহিনী পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করছে, এর বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। শুধু তারা একটি শব্দও উচ্চারণ করেনি। বিএনপি শুধু ইসলামের শত্রু নয়, তারা মানবতা ও দেশের শত্রু। ক্ষমতায় যাওয়ার জন্য তারা বিদেশি বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। সে কারণে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা একটি শব্দও বলেনি। বরং নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ সাড়ে ১৭ কোটি মানুষের ও পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ এখন ২০২৩ সালের দেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের বন্ধু রাষ্ট্ররা পরামর্শ দিতে পারে, কিন্তু এমন পরামর্শ না যেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে পারে বলে প্রতীয়মান হয়। আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |