আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বিএনপির সাবেক নেতা এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব নির্বাচনে জিততে হবে, এমন কথা নয়। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
শাহজাহান ওমর বলেন, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে, তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেলো। এরকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।
ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঁঠালিয়া) নৌকার প্রার্থী শাহজাহান ওমর আরও বলেন, ২৪ বছর বয়সে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি স্বাধীনতার পক্ষের লোক। তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপির আমলে আমার কর্মী-সমর্থকের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে, তাদের ক্ষমা করে দেবেন। আমি কখনও আওয়ামী লীগের কোনো লোককে খারাপ কথা বলিনি। আমরা নব্য আওয়ামী লীগ, পুরান আওয়ামী লীগের লোকজন আমাদের বরণ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দারের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ জলিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদসহ অনেকে।