ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় নৌকার ক্যাম্পে আগুন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর পোরশা উপজেলায়  নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে নিতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

 

বিজ্ঞাপন

এ বিষয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, ভোরের দিকে নৌকার এই ক্যাম্পটিতে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এ রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহ করে বলা যাবে না। 

তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের এ নেতা।

বিজ্ঞাপন

পোরশা থানার ওসি আতিয়ার রহমান জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে নৌকার ক্যাম্পের সামিয়ানা ও পোস্টার আগুনে পুড়ে যায়। ভোর রাতে ঘটনাটি ঘটনায় যারা আগুন দিয়েছে তাদের কাউকেই শনাক্ত করতে পারেনি কেউ। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |