ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলে বেঁধে রাখার নির্দেশ নৌকা প্রার্থীর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ , ০৯:৩২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নাটোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেউ ভোট চাইলে, তাকে বেঁধে রাখার’ নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাতে গুরুদাসপুরের বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় এক সভায় এ নির্দেশ দেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে সিদ্দিকুর রহমানকে বলতে শোনা যায়, কোনো মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিঠমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন নির্বাচনে অংশ নিয়েছেন। তার প্রতীক ট্রাক। 

এ প্রসঙ্গে শোভন বলেন, প্রার্থী নিজেই হুমকি দিচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর আগেও সিদ্দিকুর রহমান পাটোয়ারীর লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারপিট করেছে। এখন হুমকি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |