ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দ্বাদশ সংসদ নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে : ইসি হাবিব

আরটিভি নিউজ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০৭:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করার জন্য যা যা দরকার তাই করা হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে ছবি যুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন বলতে না পারেন, আমার ভোট আগেই দেওয়া হয়েছে।

এসময় ইসি হাবিব তরুণদের অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের মধ্যে দেশ প্রেম অনেক বেশি। তারা দেশকে ভালোবাসেন, যোগ্য প্রার্থী চায়, ভবিষ্যতকে যদি চায়, তাহলে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কুতুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানসহ পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |