ঝিনাইদহ-২ আসন (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত তাহাজ উদ্দিন মুন্সি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিণাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিণাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লস্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।