ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে’

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ০১:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল হাই স্কুলে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোটাররা আবারও নৌকায় ভোট দেবেন। তিনিসহ সারাদেশে নৌকা প্রতীকের বিজয় হবে।

বিজ্ঞাপন

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন গণফোরাম মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। তবে এখনও মন্তব্য করার সময় আসেনি। কেননা, অনেক সময় বাকি আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |