নৌকায় জাল ভোটের অভিযোগে ধাওয়া-পাল্টাধাওয়া
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে নৌকার এক সমর্থক জাল ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেন। এ সময় গামছার সমর্থকরা তাকে ধরে ফেলেন। পরে বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে একই এলাকার ভোটার হওয়া সত্ত্বেও শাহীন আলম নামের একজনকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ওই পোলিং অফিসার শাহীন নৌকার পক্ষ নিয়ে কাজ করার অভিযোগ তুলে কাদের সিদ্দিকীর গামছা প্রতীকের সমর্থকেরা। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আবদুস ছালাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তারা ছাড়াও আরও চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন