ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

নওগাঁ-১ আসনে বিপুলে ভোটে জয়ী নৌকার সাধন চন্দ্র

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ , ০৯:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাধন চন্দ্র মজুমদার।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

১৬৫টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত নওগাঁ-১ আসনে নির্বাচনে লড়েছেন ৪ জন প্রার্থী। স্থানীয় সূত্রমতে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বিজয়ী সাধন চন্দ্র মজুমদারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন। এর মধ্যে নিয়ামতপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৩৮ জন, পোরশায় ১ লাখ ৫ হাজার ২০৬ এবং সাপাহারে ১ লাখ ৩৫ হাজার ৩৫৭ জন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |