চলমান আইপিএলে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে শাহরুখ খানের দল।
বুধবার (৩ এপ্রিল) দিল্লির ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দিল্লির একাদশ: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শা, ত্রিস্তান স্টাবস, রাসিখ সালাম, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, সুমিত কুমার ও খলিল আহমেদ।
কলকাতার একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্কক্রিস রাঘুভানশি, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন।