আন্তর্জাতিক বিরতি পর লা লিগায় লেগানেস ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ঘরের মাঠে কষ্ট করে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। এবার একই মাঠে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদকে আতিথেয়তা জানাবে স্প্যানিশ জায়ান্টরা।
মঙ্গলবার (১ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে।
এর আগে প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তাই ঘরের মাঠে হার এড়াতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত লস ব্লাঙ্কোসদের।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে আর্সেনাল ম্যাচকে সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চায় না আনচেলত্তি।
এ ছাড়াও এই ম্যাচে থাকবেন না সেবালোস এবং মেন্ডি। আর্সেনাল ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ স্কোয়াড
গোলরক্ষক: লুনিন, ফ্রাঁ গঞ্জালেজ এবং সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: আলাবা, লুকাস ভি., ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার এবং এসেনসিও।
মিডফিল্ডার: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, মড্রিচ, চৌমেনি এবং আরদা গুলার।
ফরোয়ার্ড: ভিনি জুনিয়র, এমবাপে, রড্রিগো, এন্ড্রিক এবং ব্রাহিম।
আরটিভি/এসআর