• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে: জি এম কাদের

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ০০:৪৩
জি এম কাদের
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৫ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানান। তিনি শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন।

সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জি এম কাদের। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

জি এম কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বহিষ্কৃত ছাত্রনেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা
চার ঘণ্টার মধ্যে যেভাবে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মঞ্জু
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার
ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: ইন্ডিয়া টুডে