ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আরটিভি নিউজ

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিরূপ আবহাওয়ার কারণে রোববারের (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনের সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আবহাওয়ার কারণে রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ১৭ তারিখ বিকেল ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |