এবার প্রকাশ্যে এলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১২:৪১ এএম


এবার প্রকাশ্যে এলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি
ছবি: সংগৃহীত

এবার প্রকাশ্যে এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়। সংগঠনটির সভাপতি মো. সোহেল রানা। তিনি সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারির নাম মো. সুমন সরকার। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) রংপুর মহানগর শিবিবের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল শেষে রংপুর মডার্ন মোড়ে বক্তব্যের সময় মো. সোহেল রানাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া সেক্রেটারিরও পরিচয় প্রকাশ করা হয়।

ছাত্রসমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে মন্তব্য করে বেরোবি শিবির সভাপতি মো. সোহেল রানা বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই আমাদের ছাত্রসমাজ ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ে একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্রসমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। 

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না জানিয়ে সোহেল রানা বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীরা শ্রমিক লীগ, রিকশা ও ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপেই ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission