• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

রামপুরায় থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলিবিদ্ধ

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩৭
রামপুরায় থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলিবিদ্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে রামপুরায় মাদক ব্যবসায়ীদের গুলিতে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন (৩৫) আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে।

আহত ব্যক্তির ভাই মো. রাইহান বলেন, আমার ভাই মো. আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় আমার ভাই এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে গুলি করে তারা পালিয়ে যায়। এতে ভাইয়ের ডান কাঁধের পাশে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন আল আমিন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
‘অহিংস গণ-অভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ বাবুকেও নেওয়া হচ্ছে থাইল্যান্ড