হারিছ চৌধুরীর দাফন আজ

আরটিভি নিউজ

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১১:০৮ এএম


হারিছ চৌধুরীর দাফন আজ
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে আজ দাফন করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) পরিচয় শনাক্ত শেষে দিবাগত মধ্যরাতে তার মরদেহ পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় মামলার তদারকি কর্মকর্তা এসআই মো. ওয়াজেদ আলী, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

সামিরা তানজিন চৌধুরী বলেন, ১৫ বছর ধরে বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে ন্যায়বিচার পেলাম। 

তিনি আরও বলেন, যথাযোগ্য মর্যাদায় রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের কানাইঘাটে বাবাকে দাফন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হারিছ কন্যা বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আমার যুদ্ধটা সহজ হয়েছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান। পরে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে ডিএনএ টেস্টে মরদেহটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission