• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

অযোগ্য ব্যক্তিদের কারণেই বিএমডিসি রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা: নুর

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ০১:০৬
অযোগ্য ব্যক্তিদের কারণেই বিএমডিসি রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা: নুর
ছবি : আরটিভি

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র অভিজাততন্ত্র প্রবণতার কারণে ডেন্টাল টেকনোলোজিস্টরা আজ আজ বৈষম্যের শিকার। ফলে দেশের মানুষ দন্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, অযোগ্য ব্যক্তিদের কারণেই ২৫ হাজার ডিপ্লোমাধারী আজ দিশেহারা। তাই তাদের দ্রুত রেজিস্ট্রেশন দেয়াসহ সব দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ জানান নুর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর আইডিবি ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি (বিডিএইচএস)’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নুর ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আগে সংস্কার তারপর নির্বাচন, সংস্কার ছাড়া এদেশে কোনও নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নুর।

তিনি বলেন, দিল্লির দাসত্ব থেকে তরুণ প্রজন্মরাই আমাদের উদ্ধার করেছে। তাই আর যেন কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তা করারও আহবান জানান নুর।

বিডিএইচএসের মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহ বলেন, ডেন্টাল টেকনোলোজিস্টরা আজ অবহেলিত, বঞ্চিত এবং শ্রেণী বৈষম্যের শিকার। ৪ বছরের ডিপ্লোমা ও বিএসসি করেও ষড়যন্ত্রের শিকার হয়ে ২৫ হাজার ডিপ্লোমাধারী বিএমডিসির রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে কম খরচে দন্ত চিকিৎসা পৌঁছে দিতে দ্রুত রেজিস্ট্রেশনের দাবি জানান তিনি।

বিডিএইচএসের সভাপতি মোঃ হারুন রশিদ আওরঙ্গ বলেন, ডেন্টাল টেকনোলোজিস্টরা সংখ্যালঘুর মতো ব্যবহার হচ্ছে। আমরা এখনও বৈষম্যের শিকার। আমাদের রেজিস্ট্রেশন দিতে হাইকোর্ট থেকে রায় দেয়ার পরও এই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে বিএমডিসি। দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে ২৫ হাজার ডেন্টাল টেকনোলোজিস্টদের রেজিস্ট্রেশন দেয়া হোক। তানা হলে ন্যায্যা অধিকারের জন্য রাজপথে জীবন দিতেও প্রস্তুত বলে জানান হারুন অর রশিদ।

বিডিএইচএসের সভাপতি মোঃ হারুন রশিদ আওরঙ্গের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ খালেদ মোছান্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইডিবির কেন্দ্রীয় কমিটির অন্তবর্তীকালীন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মোল্লা, বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে: আজহারী
ভরা মৌসুমেও আশানুরূপ পর্যটক নেই সেন্টমার্টিনে 
এবার পটুয়াখালীতে আজহারীর মাহফিল, জানা গেল তারিখ
আজ একই মঞ্চে আজহারী-আহমাদুল্লাহ, বয়ান দেবেন যখন