গণতন্ত্রহীন একেকটি দিন অতিবাহিত হচ্ছে দেশে: আমীর খসরু

আরটিভি নিউজ 

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০৯:১৫ পিএম


গণতন্ত্রহীন একেকটি দিন অতিবাহিত হচ্ছে দেশে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

জনগণের প্রতিনিধিত্ব ছাড়া দেশে বর্তমানে গণতন্ত্রহীন একেকটি দিন অতিবাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। একেকটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালাতে পারে না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার। এটাই মূলশক্তি। এটার ওপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তারা চলে। তাই জনগণ সমর্থিত সংসদ ও সরকার ব্যতিত কোনোদিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে যেন একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি, সেজন্য সকলে মিলে কাজ করবো।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে, সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান জানানোটা শিখতে হবে। তা না হলে শত সংস্কারেও কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, কোনো সংস্কার কাজে আসবে না।

মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে, সেটাকে অনুধাবন করতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে বিশাল একটা পরিবর্তন হয়েছে। সেটা আমাদের ধারণ ও অনুধাবন করতে হবে। সেই প্রত্যাশার পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পাই, গণতান্ত্রিক দেশ যাতে পাই, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পেশায় সকলে যেন লেভেল প্লেয়িং ফিল্ড পায়, মেধানুযায়ী যাতে সবাই সমান সুযোগ পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা আরও বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, এরপরও একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামে সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission