ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

স্লোগানে আর মিছিলে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশাল আয়োজনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন এক দলের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নতুন এ রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির এই উত্থানের সাক্ষী হতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও জড়ো হচ্ছেন সমর্থকরা। 

বিজ্ঞাপন

তাদের কেউ এসেছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসেছেন খুলনা থেকে। অনেকের হাতে শোভা পাচ্ছে পতাকাও।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে আর মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।  

বিজ্ঞাপন

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আমন্ত্রণপত্র ছাড়া সাধারণ কেউ প্রবেশ করতে পারছে না সেখানে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্রমতে—বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে কারা থাকছেন, তা ইতোমধ্যেই অনেকটা পরিষ্কার। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ। হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে।

তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম (কাঠামো) নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বৈঠক হয়েছে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |