ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নতুন দল গঠনকারীদের নিয়ে যা বললেন এনসিপি নেতা আকরাম

আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১১:৫৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে ব্যাপক আলোচনায় ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। অনেকেই ধারণা করেছিলেন তারা এই দলে ভালো পদ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে তারা দলে থাকবেন না বলে জানান। এবার আগামী এপ্রিল মাসেই তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এ খবর এখন কমবেশি সবারই জানা। 

বিজ্ঞাপন

নতুন খবর হলো, এ দল গঠনকারীদের সবার শুভকামনা জানানো উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ।

সোমবার (১৭ মার্চ) ভোরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আকরাম হুসাইন সিএফ লিখেছেন, জুলাই একটা বড় ইভেন্ট। প্রতিটি বড় ইভেন্ট থেকে অনেক কিছু হয়। জুলাই থেকে অনেক কিছু হবে। ভালো-খারাপ সবই হবে। 

তিনি আরও লিখেছেন, ভালোর সংখ্যা বেশি হলে জুলাই লাস্টিং করবে। আগামীতে বাংলাদেশে নতুন রাজনৈতিক স্ট্রাকচার দাঁড়াবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুগ্ম সদস্যসচিব লিখেছেন, দ্রুত পরিবর্তন ঘটবে দলগুলোর কাঠামোতে। এই পরিবর্তন যারা দ্রুত আনতে পারবে, তারা সবচেয়ে ভালো করবে। 

বিজ্ঞাপন

Capture

শিবির থেকে বের হয়ে নতুন দল যারা করবেন তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে জানিয়ে আকরাম লিখেছেন, নতুন দলটা শক্তিশালীভাবে দাঁড়াক সেটা আমি চাই। আমাদের থেকে সবসময় সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। 

সবশেষে তিনি লিখেছেন, আমাদের নেতাকর্মীদের নতুন দলের নেতাকর্মীদের শুভকামনা জানানো উচিত।

এর আগে, রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির নতুন প্ল্যাটফর্ম এপ্রিলে আসছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |